Principal Massage
হাফেজ মাওলানা ইমরান হোসেন
প্রিয় অভিভাবকগণ,
আমাদের প্রতিষ্ঠানটি একটি কুরআন হিফজ কেন্দ্র, যেখানে শিশুদের কুরআন memorization-এর পাশাপাশি তাদের জন্য একটি চমৎকার এবং পরিস্কার পরিবেশ তৈরি করা হয়েছে। আমরা প্রতিদিন তিন বেলা উচ্চমানের খাবার প্রদান করি, যা শিশুদের পুষ্টির দিক থেকে বেশ উপকারী। আমাদের শিক্ষার পদ্ধতি অত্যন্ত সহজ এবং কার্যকর, যাতে আপনার সন্তানের শিক্ষার মান আরও উন্নত হয়। আমরা আশা করি এই উন্নতমানের পরিবেশ ও সেবার মধ্যে আপনারা সম্পূর্ণভাবে আশ্বস্ত হবেন।